
নিজস্ব প্রতিবেদক ● বরিশাল ●
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন। এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন।”
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের ফজলুল হক এভিনিউ-তে নগর ভবনের সামনে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষের কথা বলি। রাষ্ট্রের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের লড়াই এখন আরও সামনে যাবে।”
এ সময় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে, যা নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে